Set as Homepage

Pages

Wednesday, January 13, 2010


টিপস
মুছে ফেলুন অদরকারি ফাইল

উইন্ডোজ ব্যবহারের ফলে প্রচুর Event ফাইল তৈরি হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অদরকারি ইভেন্ট ফাইল মুছতে My Computer-এ কারসর রেখে ডান ক্লিক করে Manage-এ যান। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন। এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes www ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে।

No comments:

Post a Comment