Set as Homepage

Pages

Tuesday, January 12, 2010

সংবিধানের চতুর্থ ও পঞ্চম সংশোধনীর তুলনামূলক বৈশিষ্ট্য




সংবিধানের চতুর্থ সংশোধনীর কিছু উল্লেখযোগ্য দিক গুলো হচ্ছে :
১. বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় বাকশাল প্রবর্তন।
২. সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল সরকারি কর্মচারীর রাজনীতিকীকরণ ও তাদের প্রত্যেকের জন্য বাকশালে যোগদান বাধ্যতামূলককরণ।
৩. সংসদ সদস্য না হলেও যে কোনো ব্যক্তিকে মন্ত্রী নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির উপর অর্পণ।
৪. রাষ্ট্রপতির অভিশংসন-অসম্ভব করে তোলার উদ্দেশ্যে এর জন্য সংসদের তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন বাধ্যতামূলককরণ।
৫. বাকশালের অনুমোদন ব্যতিরেকে রাষ্ট্রপতি বা সংসদ সদস্য হবার উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নতুন দলে যোগ না দিলে সদস্যপদ হারাবার বিধান।
৬. সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ এবং দু'টি দলীয় ও দু'টি সরকারি মালিকানাধীন দৈনিক ছাড়া আর সব পত্রপত্রিকা নিষিদ্ধকরণ।
৭. মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা খর্বকরণ।
৮. চীন রাশিয়ার সমাজতন্ত্রভিত্তিক কলখজ সভখজ ও কম্যুনের আদলে যৌথ মালিকানাভিত্তিক গ্রাম সমবায় গঠন বাধ্যতামূলককরণ।
৯. মৌলিক অধিকার বলবৎ করার ব্যাপারে বিচার বিভাগের ক্ষমতা প্রত্যাহার।
১০. বিচার বিভাগের স্বাধীনতা খর্বকরণ।
১১. বিচারক নিয়োগ ও অপসারণের একক ক্ষমতা রাষ্ট্রপতির উপর অর্পণ এবং
১২. জেলার সংখ্যা ৬১টিতে উন্নীতকরণ প্রভৃতি।

পক্ষান্তরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের বৈশিষ্ট্য যে সব পরিবর্তন আনা হয়েছে সেগুলো হচ্ছে:
১. ধর্মীয় মূল্যবোধের পুনরুজ্জীবন এবং ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন।
২. রাষ্ট্রীয় মূলনীতি নির্ধারণে বৃহত্তর জনগোষ্ঠীর আকিদা বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ।
৪. নাস্তিক্যবাদী সমাজতন্ত্রকে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার এই অর্থে পুনঃ সংজ্ঞায়িতকরণ।
৫. সংবিধানের প্রস্তাবনার সূচনায় বিসমিল্লার সংযোজন।
৬. বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশী হিসেবে অভিহিতকরণ।
৭. রাষ্ট্রপতির নিরংকুশ ভেটো ক্ষমতার বিলোপসাধন।
৮. বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন ও একদলীয় বাকশাল ব্যবস্থার বিলোপ সাধন।
৯. সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতির পরিবর্তন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতকরণ
১০. মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পুনরুদ্ধার এবং বেআইনী ঘোষিত পত্রপত্রিকার পুনরুজ্জীবন প্রভৃতি।


1 comment:

  1. কম্বল চোর গাজী গোলাম মোস্তফা
    http://www.google.com/#hl=en&source=hp&q=%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B2+%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0+%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80+%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE+%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AB%E0%A6%BE&aq=f&aqi=&oq=&fp=79a46ede2c2a175d

    ReplyDelete