আকাশের সাদা ঘুড়ি
তুমি কেমন আছো?
কেমনিবা দেখতে তুমি?
নাম নেই, পরিচয় নেই
তবে বুকের গোপনে কেন
জাগে এক বিশাল পারাবাত
কেন বার বার তৃষ্ণা জ্বালা আর বিষাদের কাছ থেকে
ফিরে আসি স্বপ্নের বিধ্বস্ত প্রান্তরে
তোমায় তো দেখিনি কখনো
তবু বুকের ভিতরে রয়েছো গেথে।
শৈশবে - যখন প্রথম চোখে রং ধরতে শুরু করেছিল
তখনই তোমাকে পাবার জন্য
একটা সাদা ঘুড়ি মহাশূন্যে উড়িয়ে দিয়েছি
জীবনের সুখময় সময়টাকে
পার করে দিয়েছি শূন্য লাটাই হাতে
ছিন্ন ভিন্ন হয়ে সেই ঘুড়িটাই
এসে পড়েছে আমারী দড়জায়।

No comments:
Post a Comment