Set as Homepage

Pages

Wednesday, January 13, 2010

পূর্ণিমার আগের রাতে

কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না।
পশ্চিম আকাশের রাঙা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিলো।
তোমার সোনায় ঝলসানো বাহুর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো।

মেঘেদের ইশারা করতেই
বারিধারার গেরুনী উন্মুক্ত হলো
তোমার বন্ধন আরও কঠিন হলো
আমার মুখটা তোমার বুকের
মাঝে ডুবিয়ে দিলে। বললাম-
এখন যাও, কাল এসো;
আকাশ থেকে তারার গুঁড়ো পেড়ে এনে
তোমার খোলা চুলে মাখিয়ে বললে-
আজ, কাল, প্রতিদিন, চিরদিন।
কপালের কালো টিপ যখন
আমার বুকে চিহ্ন এঁকে দিয়ে
ফিকে হয়ে এল, আমি জেনে
গেলাম আজ রাতে ঘুম হবে না
মেঘেদের সরিয়ে দিতেই
কাশফুল, রজনীগন্ধা ধেয়ে এল,
এল প্রজাপতি, ফড়িং, মৌমাছি-
তোমায় বরণ করতে।
আমার ভেতর-বাইরের সব পর্দা সরে গেল।

4 comments:

  1. thankz ghotok bhai........bhaijan apnar kunu post dekhina ghotona ki ?

    ReplyDelete
  2. ami ektu patro patri nie beshi busy tai partesina....

    ReplyDelete
  3. bah sourav bhai
    kobita ta to jotil hoise...
    very romantic and highly diction

    post more kobita

    ReplyDelete