ঠিকানা অবধি
আকাশ কেমন আছো তুমি?
জানি না তোমার সাথে কতদিন দেখা হয়নি
আজ হঠাৎ তোমার কন্ঠস্বরটা
আমার কানের কাছে অলে উঠলো
- 'আসো না একবার'
জানি না হুট করে কি খেলে গেল।
জানি না কোন ঠিকানায়
কোন গন্তব্যের দিকে যাচ্ছি
জানি শুধু তোমার কাছেই যাচ্ছিলাম।
আকাশ তোমাকে হয়তো বোঝাতে পারবো না
কোথায় পৌচ্ছেছিলাম আমি শেষ অবধি
শুধু যা বুঝেছি-
আমি ভুল পথের পথিক
আমি ভুল ঠিকানায় এসেছি।
লিখেছেন : সৃষ্ট
Saturday, January 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

jibon ta ei rokom i bhul
ReplyDelete