প্রথম মানব হযরত আদম (আঃ) এর দুই ছেলে ছিল। একজনের নাম হাবিল অপরজন কাবিল। আদম (আঃ) এর সন্তান হত একেক জোড়ায়। একজন ছেলে আরেকজন মেয়ে। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আল্লাহ তাদের একেক জোড়াকে অপর জোড়ার বিপরীত লিংগের সাথে বিবাহের বিধান দিয়েছিলেন। নিয়মানুযায়ী হাবিলের বিবাহ হওয়ার কথা কাবিলের সাথী বোন আকলীমার সাথে সে ছিল খুব সুন্দরী। আর কাবীলের বিবাহ হবে হাবিলের সাথীর সাথে যে ছিল কিছুটা কাল। কাবীল তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানিয়ে বলল আমার সাথে যে দুনিয়ায় এসেছে আমি তার সাথেই বিবাহ করব। কিন্তু,এটা তো আল্লাহর আইনের সাথে বৃদ্ধাংগুলি প্রদর্শন করার শামিল। শেষ পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন যে, উভয়ে লটারী করবে। এতে যে জয়ী হবে তার বিবাহ হবে সুন্দরী মহিলার সাথে। লটারীর ধরণ হচ্ছে উভয়ে কুরবানী করবে যার কুরবানী কবুল হবে সেই জয়ী। উভয়ে কুরবানী করার পর হাবিলের কুরবানী কবুল হল। শেষে রাগে ও ক্ষোভে কাবিল হাবিলকে হত্যা করল।
আসুন! কার্টুনের মাধ্যমে হাবিল ও কাবিলের ঘটনা দেখে নিই।
বিস্তারিত ঘটনা জানতে সুরা মায়িদাহর ২৭-৩১ নং আয়াতের তাফসীর দেখুন।
// collected by sourav,london //
Monday, January 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment