Set as Homepage

Pages

Saturday, February 06, 2010

ফ্রী সফটওয়্যার দরকার আপনার ??

ফ্রী সফটওয়্যার দরকার আপনার ??

আমরা সারাদিনই কম্পিউটারে ছোট খাটো কাজ করি ব্যবহার করি বিভিন্ন সফটওয়্যার। উইন্ডোজের বেশির ভাগ সফটওয়্যারই কিনে ব্যবহার করা লাগে /#। আর যদি আপনি আমার মত চোর (সফটওয়্যার চোর) হন তাইলে হয়তো খুজে খুজে ঠিকই ঐ সফটওয়্যারের ক্র্যাক বা সিরিয়াল বের করে নেন :| । আর ক্র্যাক বা সিরিয়াল পাওয়া যায় যেই সাইট গুলোতে তাতে থাকে ভাইরাস ভর্তি। আর ভাইরাস আপনার সাধের কম্পিউটারের ১৩টা বাজিয়ে ছেড়ে দেয়।

onlyfreewares.com এই সাইটে আপনি হয়তো পেয়ে যাবেন আপনার কাজের জন্য যেমন সফটওয়্যার চাই সেই সফটওয়্যারটি। একদম ফ্রী কোন রকম ভাইরাস ছারাই :) ফ্রীতেই যদি কাজ হয়ে যায় তাইলে আর কষ্ট করে ভাইরাসের সাথে যুদ্ধ কেন ;)


যারা আগেই এই সাইটের খবর জানেন তাদের জন্য এই পোষ্ট নয়।

No comments:

Post a Comment