Set as Homepage

Pages

Wednesday, February 10, 2010

Google Buzz...threat for facebook,twitter

গুগলের নতুনের সেবা ‘‘বাজ’’
সামাজিক নেটওয়ার্কের ভিড়ে বিরক্তরা বেছে নিতে পারেন বাজ
ফেসবুক, টুইটারের বুঝি এবার নড়েচড়ে বসার সময় আসলো৷ অন্তত ইন্টারনেট বোদ্ধারা তাই মনে করছেন৷ কারণ নাকি গুগল৷ সামাজিক নেটওয়ার্কিং বাণিজ্যে ফেসবুক, টুইটারের আধিপত্য আর সহ্য হচ্ছে না তার৷ তাই, নিজেই এবার মাঠে, ‘‘বাজ’’ নিয়ে৷
মঙ্গলবার গুগল জানিয়েছে, তাদের ই-মেইল সার্ভিস জিমেইলের সঙ্গে পাওয়া যাবে নতুন এক সেবা, নাম তার গুগল বাজ৷ সামাজিক নেটওয়ার্কিং এর সব সুবিধাই যুক্ত আছে এতে৷ মানে স্ট্যাটাস আপডেট থেকে শুরু করে ছবি, ভিডিও বা লিংক শেয়ার বাজ-এ করা যাবে আরো সাবলিলভাবে৷ প্রয়োজন হবেনা বাড়তি সেটআপের৷ গুগলের আপনার একাউন্টে থাকা বন্ধুরাই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এক অপরের সঙ্গে, বাজ- এর বদৌলতে৷
গুগল বাজ- এর প্রোডাক্ট ম্যানেজার টড জেকসন জানিয়েছেন, বাজ জিমেইলকে নিয়ে যাচ্ছে নতুন এক দুনিয়ায়৷ সেই দুনিয়ায় সবাই সবার সঙ্গে যুক্ত হবে আরো ঘনিষ্টভাবে, আরো সহজে৷
গুগলের এই নতুন সেবা ফেসবুক আর টুইটারের জন্য সরাসরি হুমকি বলে মনে করছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা৷ বিশেষত ফেসবুক বা টুইটারে মানুষ যেমন নিজেদের অভিজ্ঞতা, কর্মকান্ড আর চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ পায়, বাজেও থাকবে সেই সুযোগ৷
তবে বিশেষজ্ঞদের মতে, গুগল বাজ প্রথমেই যার মাথায় ‘বাজ' ফেলতে চলেছে সে হচ্ছে টুইটার৷ কারণ, নতুন এই সেবা টুইটার মানে টুইটার ধরণের কর্মকান্ডকে ঢুকিয়ে দিচ্ছে জিমেইলের মধ্যে৷ ফলে, কেউ না চাইলে জোর করে কে কি লিখলো তা দেখতে যেতে হবে না টুইটার একাউন্টে৷ বরং অল-ইন-ওয়ান মানে ই-মেইলের মধ্যেই আসবে সবকিছু- স্বয়ংক্রিয়ভাবে৷
অবশ্য, কেউ কেউ বলছেন, আপাতত বাজ অন্যদের গ্রাহক খাওয়ার চেয়ে নতুন গ্রাহক তৈরি করতে পারে৷ বিশেষত, যারা ইন্টারনেট ব্যবহার বলতে শুধু ই-মেইল চেক করেন তারা আগ্রহী হয়ে উঠতে পারেন বাজ-এর প্রতি৷
এছাড়া, স্মার্টফোনেও সহজে ব্যবহার করা যাবে বাজ৷ ফলে চলন্ত অবস্থায় নিজের অবস্থান জানাতেও বাজ-কে বেছে নিতে পারবেন অনেকে৷ একইসঙ্গে জিও-লোকেশন সুবিধা থাকায় আশপাশে কি নিয়ে আলোচনা চলছে তাও যেকোন মুহুর্তে জানিয়ে দেবে বাজ৷
নতুন বাজ ব্যবহারকারীরা চাইলে টুইটার, ফ্লিকার এবং গুগল রিডারের মতো একাউন্টগুলো থেকে সব তথ্য নিয়ে আসতে পারবেন বাজ প্রোফাইলে৷ এ সবকিছু মিলিয়ে বাজ ইতিমধ্যেই বেশ খানিকটা আলোড়ন তুলেছে ইন্টারনেট জগতে৷ তবে, সকল জিমেইল ব্যবহারকারী একসঙ্গে এই সুবিধা পাবেন কিনা বোঝা যাচ্ছে না, গুগল এই বিষয়টি পরিষ্কার না করলেও ধীরে ধীরে তা ছড়াবে সবার কাছে এটা বলা চলে// sithy //

No comments:

Post a Comment