সামাজিক যোগাযোগের সবচে' জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়তে সাহায্য করছে। কিন্তু এটাও সত্যি, দাম্পত্য সম্পর্ক ভাঙতেও এটি বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচটি ডিভোর্সের অন্তত একটির পেছনে ফেসবুক ভূমিকা রাখছে বলে একটি জরিপে ধরা পড়েছে। ফেসবুকের মাধ্যম স্বামী কিংবা স্ত্রী পরস্পরের অজান্তে এমন সব নারী কিংবা পুরুষের সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তুলছেন যাকে 'অবিশ্বস্ততা' বলা যায়। এই অবিশ্বস্ততার ক্রমবর্ধমান বলি হচ্ছে দাম্পত্য সম্পর্ক। খবর পিটিআইয়ের।
আমেরিকান একাডেমী অব ম্যাট্রিমনিয়াল ল'ইয়ার্স দেশটিতে সংঘটিত ডিভোর্সের উপর একটি গবেষণা জরিপ পরিচালনা করেছে। দেখা গেছে, ফেসবুক ব্যবহার করে স্বামী-স্ত্রী পরস্পরকে প্রতারণা করার হার দিন দিন বাড়ছে। পরস্পরের অজান্তে ফেসবুকে খুঁজে পাওয়া কারো সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলছেন। বিস্ময়কর হলেও সত্যি, মার্কিন আদালতে ডিভোর্স আবেদনে বাদীর পক্ষের শতকরা ৬৬ জন আইনজীবী অনৈতিক সম্পর্কের প্রমাণ হিসেবে ফেসবুক থেকে নেয়া তথ্য ব্যবহার করছেন! এরপর আছে আরেকটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট 'মাইস্পেস'। তবে মাত্র ১৫ শতাংশ আইনজীবী এজাতীয় মামলায় মাইস্পেসের তথ্য ডিভোর্সের যৌক্তিকতার প্রমাণ হিসেবে ব্যবহার করছেন। এই জরিপে আরো বলা হয়েছে, ব্রিটেনেও প্রতি একশ'র মধ্যে ২০ টি ডিভোর্সের ঘটনায় ভূমিকা রাখছে ফেসবুক।
reference
more info click here
Wednesday, December 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)

so nice and effective lesson ...
ReplyDeleteI link your post
thank