
গুগলের প্রথম মোবাইল ফোন 'নেক্সাস ওয়ান'
গুগলের 'নেক্সাস ওয়ান'
ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য জনপ্রিয় প্রতিষ্ঠান গুগল এবার বাজারে নিয়ে এলো তাদের প্রথম মোবাইল ফোন 'নেক্সাস ওয়ান'৷
প্রতিযোগিতার চাপ আইফোনের উপর
প্রযুক্তিবিদদের ধারণা, কিছুদিন আগে ভোক্তাদের হাতে আসা অ্যাপলের 'আইফোন' এবং তারও আগের ক্রেইজ 'ব্ল্যাকবেরি'র বাজার এবার বেশ প্রতিযোগিতামূলক হয়ে উঠবে৷ তাই বিষয়টির দিকে নজর রেখেই সম্ভবত, অ্যাপলও একই দিনে ঘোষণা দিল যে, ১৮ মাসেরও কম সময়ে অ্যাপল স্টোর থেকে আইফোন এবং আইপড টাচের জন্য ৩ বিলিয়ন অ্যাপলিকেশন ডাউনলোড করা হয়েছে৷ এরকম ঘটনা আগে কখনই ঘটেনি বলে জানালেন অ্যাপল প্রধান স্টিভ জবস৷
তিনি এও বলেন যে, অ্যাপলের পণ্য এতটাই জনপ্রিয় যে, তাদের জন্য প্রতিযোগিতাকে ভয় পাওয়ার কোন কারণ নেই৷ জবস বলেন, অ্যাপল স্টোর আইফোন এবং আইপড টাচ ব্যবহারকারীদের এত বেশি মজার অভিজ্ঞতা হাতের মুঠোয় এনে দিয়েছে যে, খুব তাড়াতাড়ি অন্য কোন ফোন এর প্রতিযোগিতায় নামতে পারবে তেমন কোন আশঙ্কা তাদের নেই৷
সুপারফোনের নতুন ধারা
এর আগে গুগল ফোনের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উৎপাদন করেছিল৷ তবে সেটা শুধুমাত্র ফোন সেট তৈরির কাজে স্যামসাং, মটোরোলা এবং এইচটিসি'র মতো বড় বড় কোম্পানিগুলো কাজে লাগাতে পেরেছিল৷ ফলে এবারই প্রথম গুগলের কোন পণ্য সরাসরি সাধারণ মানুষের জন্য বাজারে ছাড়া হলো৷ সংস্থাটির মুখপাত্র মারিও কোয়েরজ 'নেক্সাস ওয়ান' নামের এই মোবাইল ফোনটিকে সুপারফোনের নতুন ধারা হিসেবে অভিহিত করেন৷ গুগল বুকস
তিনি বলেন, ''নেক্সাস ওয়ানে ওয়েব এবং ফোন একসাথেই কাজ করবে৷'' গুগল বুকস
অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেমেরই সর্বাধুনিক সংস্করণ
গুগল জানিয়েছে, এটি অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেমেরই সর্বাধুনিক সংস্করণ৷ এটির রয়েছে ৯.৪ সেন্টিমিটারের টাচ স্ক্রিন মনিটর৷ গুগল মূলত এইচটিসি'র সাথে যৌথভাবে এটি উৎপাদন করেছে৷ এটির রয়েছে ১ গিগাহার্জ স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা৷ ১১.৫ মিলিমিটার পুরু এই ফোনের ওজন মাত্র ১৩০ গ্রাম৷ নেক্সাস ওয়ানের মালিক কোন কিছু টাইপ না করেই পাঠাতে পারবেন এসএমএস৷ কারণ এতে রয়েছে ভয়েস টু টেক্সট সক্ষমতা৷ নির্ধারিত অপশনে গিয়ে প্রয়োজনের কথাগুলো মুখে বললেই সেগুলো লিখিত আকারে পৌঁছে যাবে গ্রাহক ফোনের মনিটরে৷
দাম মাত্র ১৭৯ থেকে ৫২৯ ডলার
গুগল ঘোষণা দিয়েছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নেক্সাস ওয়ানের অর্ডার দিলে এটির মূল্য পড়বে ৫২৯ ডলার৷ তবে শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান ভেরিজন কিংবা জার্মান প্রতিষ্ঠান টি-মোবাইলের কাছ থেকে দুই বছরের সংযোগসহ ফোন সেটটি কেনা যাবে মাত্র ১৭৯ ডলারে৷ ইউরোপের বাজারে অবশ্য ভোডাফোনের কাছ থেকেও পাওয়া যাবে এই নতুন ক্রেইজ 'নেক্সাস ওয়ান' বলে জানিয়েছে গুগল৷ প্রথমত যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং হংকং-এ পাঠাবে গুগল৷

No comments:
Post a Comment