ডোন্ট মাইন্ড। সত্যি কথাটি অপকটে বলে ফেললাম।
![]()
ইদানীং বাংলাদেশী কিছু খোলামেলা পোষাকের মর্ডান মেয়েদের নিয়ে অনেক কথা হচ্ছে। যদিও আমি তাদের মর্ডান মনে করিনা। আমি মনে করি তারা কুলাঙ্গার। আমার মতে মর্ডান হচ্ছে সে, যে কথাবার্তায়, আচার আচরনে, জ্ঞান বুদ্ধিতে ও পোষাকে রুচিশীল। যার ঘটে কোন বুদ্ধিনাই, যে কোনটাকে রুচিশীল পোষাক বলে জানে না, যার কথাবার্তায় ব্যাক্তিত্ব প্রকাশ পায় না সে তার শরীর যতই দেখাক আমি তাকে মর্ডান বলে মানতে নারাজ। আমার মতে সে কুলাঙ্গার।
যে মেয়েরা শরীরটা ঢেকে চলে তাদের কে দেখলে আমার মনে শ্রদ্ধার ভাব জাগে। খুব সুন্দরী কোন মেয়ে দেখলে হয়তো হৃদয়েও দোলা দেয়। আর যে মেয়েরা শরীর দেখিয়ে চলে তাদের দেখলে তাদের জন্য কোন শ্রদ্ধা জাগে না। শুধু কামভাব জাগে (সত্যি কথাটি অপকটে বলে ফেললাম)। এখন কেউ যদি আমার কথার সাথে দ্বিমত পোষন করেন। যদি মনে করেন খোলামেলা মেয়ে দেখলে আপনার শারীরিক প্রতিক্রিয়া হয় না, তাহলে আপনার জন্য পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান,আপনার শরীরিক সমস্যা আছে।
আমার ধারনা আমি যা বলতে ছেড়েছি এমনটা প্রায় সব পুরুষ মনে করে। এখন মেয়েদের সিদ্ধান্ত, তারা ছেলেদের কাছে কিভাবে উপস্থাপিত হতে চায়। আর যারা এই লেখা পড়ছেন তারা ভাবুন আপনার মা, বোনকে, সন্তানকে কোন ধরনের পোষাকে উপস্থাপন করবেন এবং অন্যপুরুষ তাদের কোন নজরে দেখুক তা ভাববেন।

No comments:
Post a Comment