বাহরাইনে গ্রামীণ ব্যাংকের আদলে 'ফ্যামিলি ব্যাংক'

বাহরাইনে ফ্যামিলি ব্যাংক উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বাহরাইনে 'ফ্যামেলি ব্যাংক' উদ্বোধন করেছেন। গত ১৪ জানুয়ারি বাহরাইনের গালফ হোটেলের কনভেনশন হলে এক অনুষ্ঠানে তিনি এ ব্যাংকের উদ্বোধন করেন। এ সময় বাহরাইনের বাদশা হামাদ বিন ইসা আল খলিফা ও বাহরাইনের সমাজকল্যাণমন্ত্রী ড. ফাতিমা আল বালুসি উপস্থিত ছিলেন। ফ্যামিলি ব্যাংক মূলত গ্রামীণ ব্যাংকের আদলে পরিচালিত হবে। এ ব্যাংক থেকে বাহরাইনের দরিদ্র জনগণের মাঝে জামানতমুক্ত ঋণ বিতরণ করা হবে। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদেরও বিনিয়োগের জন্য ঋণ দেওয়া হবে।
ফ্যামিলি ব্যাংক গঠনের লক্ষ্যে ২০০৭ সাল থেকে গ্রামীণ ট্রাস্ট বাহরাইন সরকারের সঙ্গে কাজ শুরু করে। এ লক্ষ্যে বাহরাইনের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও গ্রামীণ ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তির পর গ্রামীণ ট্রাস্ট বাহরাইনে ক্ষুদ্রঋণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি সমীক্ষা চালায়। ওই সমীক্ষার আলোকে প্রতিষ্ঠা করা হয় ফ্যামিলি ব্যাংক। ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য গ্রামীণ ট্রাস্ট ফ্যামিলি ব্যাংকের জন্য একজন কর্মকর্তাকে শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ করেছেন। আগামী তিন বছরের মধ্যে ফ্যামিলি ব্যাংক সাড়ে ৪ হাজার জনগণকে জামানতমুক্ত ঋণ দেবে। প্রাথমিকভাবে প্রত্যেকে ১২৫ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ৮ হাজার টাকা। ঋণ প্রাপ্তিতে দরিদ্র জনগোষ্ঠী এবং বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। ফ্যামিলি ব্যাংকের পরিশোধিত মূলধন ৩ কোটি ১২ লাখ ডলার এবং অনুমোদিত মূলধন ৩ কোটি ৭৫ লাখ ডলার। ব্যাংকটির শতকরা ৬৩ ভাগ মালিকানা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং রয়্যাল চ্যারিটি অর্গানাইজেশনের। অন্য শেয়ার হোল্ডারদের মধ্যে রয়েছে আহলি ইউনাইটেড ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, ব্যাংক অব বাহরাইন এবং কুয়েত ইত্তাহমার ব্যাংক।
ফ্যামলি ব্যাংক বাস্তবায়নে গ্রামীণ ট্রাস্ট সহায়কের ভূমিকা হিসেবে কাজ করবে // Kaisar,London//

I found your blog on http://www.visitor99.com
ReplyDeleteNice
Thank you very much for comments...
ReplyDelete