Set as Homepage

Pages

Monday, January 18, 2010

কে কোন পরিস্থিতিতে বিব্রত বোধ করেন, সে সম্পর্কে হালকা-পাতলা ধারণা নিই

বিব্রত বোধ:  
আমরা প্রায় সবাই নানা কারণে নানা সময়ে বিব্রত বোধ করি। অবশ্য সবার বিব্রত বোধের কারণ এক নয়। আসুন, কে কোন পরিস্থিতিতে বিব্রত বোধ করেন, সে সম্পর্কে হালকা-পাতলা ধারণা নিই_
বেকার
- সকালে বাজার থেকে ফিরে আসার পর বাসায় যখন খরচের পাই পাই হিসাব নেওয়া হয়।
- আগে কোথায় কাজ করেছেন? ইন্টারভিউ বোর্ডে চাকরিদাতা যখন জানতে চান।
- চাকরি-বাকরি কিছু হলো? সন্ধ্যায় বা রাতে বাসায় ফেরার পর যখন এমন প্রশ্ন হাঁকান বাবা।
- পাড়ার জুনিয়র কোনো ছেলের চাকরিলাভ এবং অতঃপর বিয়ের দাওয়াত আসে যখন।
- চাকরি পেয়ে বন্ধুরা যখন বিয়ে করে চোখের সামনে বউ নিয়ে ঘুরে বেড়ায়।
নায়িকা
- এটি আপনার কততম জন্মদিন? জন্মদিনের পার্টিতে এসে যখন কেউ এমন প্রশ্ন করেন।
- সমালোচকরা বলছেন কলেজপড়ূয়া তরুণীর চরিত্রে আপনাকে আর মানাচ্ছে না। সেক্ষেত্রে কবে নাগাদ দর্শক আপনাকে মা-খালা কিংবা ভাবীর চরিত্রে দেখতে পাবে? বেরসিক সাংবাদিকের এমন প্রশ্নে।
- আপনার পড়ালেখা বা শিক্ষাজীবন সম্পর্কে কিছু বলুন। যখন কোনো সাংবাদিক এভাবে সরাসরি শিক্ষাগত যোগ্যতার কথা জানতে চান।
- যখন কেউ ছেলেবেলায় বাবা-মায়ের রাখা পারিবারিক নামটি জানতে চান।
স্বামী
- সত্যি করে বলো, রিকশায় তোমার পাশে যে মহিলাকে দেখেছি_সে কে?
বাসায় ফেরার পর স্ত্রী যখন এমন প্রশ্ন করে।
- মাসের শুরুতে বেতনের টাকাটা স্ত্রীর হাতে তুলে দেওয়ার সময় সেখান থেকে লুকিয়ে রাখা টাকাটা যখন স্ত্রীর হাতে ধরা পড়ে।
- বেড়াতে এসে শ্যালিকা যখন শপিংয়ে যাওয়ার বায়না ধরে।
- স্ত্রীর সঙ্গে শপিং করতে এসে যখন কলেজজীবনের প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায়।
- ঝগড়ার চরম মুহূর্তে স্ত্রী যখন মাথার টাক নিয়ে খোঁটা দেয়।
ক্রিকেটার
- খেলায় গোহারা হেরে খেলা শেষে যখন প্রেস বা সাংবাদিকদের মুখোমুখি হতে হয়।
- খেলা থেকে অবসর নিচ্ছেন কবে? ম্যাচের পর ম্যাচ টানা খারাপ খেলার পর যখন কেউ কৌশলে এমন প্রশ্ন করেন।
- গ্যালারিতে বসা সুন্দরী মেয়েরা যখন বিদেশি খেলোয়াড়দের উদ্দেশে 'প্লিজ মেরি মি' লিখে বিদেশি প্লেয়ারদের পোস্টার ধরে বসে থাকে।
- ব্যাটিং করতে নেমে যখন প্রথম বলেই কম্মো সারা, আই মিন ডাক মেরে ফিরে আসতে হয়।
ফেলটুস ছাত্র
- পরীক্ষার ফল প্রকাশিত হয় যখন।
-বাসায় ফেরার পর বাবা যখন পরীক্ষার রেজাল্ট জানতে চান।
- পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে বছরের পর বছর একই ক্লাসে অবস্থানের ফলে যখন পাড়ার জুনিয়র ছেলেরা সব ক্লাসমেট বনে যায়।
- ক্লাসে বেরসিক স্যার যখন পড়া জিজ্ঞেস করেন।
বিশ্ব বা টাউট প্রেমিক
- দিনে-রাতে সবসময় আপনার ফোন বিজি থাকে কেন? যখন কেউ সরাসরি এমন প্রশ্ন করে।
- যখন এক প্রেমিকার সঙ্গে ডেটিং করতে বের হয়ে অন্য প্রেমিকার সামনে পড়ে যান।
- এক প্রেমিকার সঙ্গে কথা বলা অবস্থায় যখন অন্য প্রেমিকার ফোন আসে।
- কোনো প্রেমিকা বা একে একে প্রেমিকারা সবাই যখন বিয়ের জন্য চাপ দেয়।
চাকরিজীবী
- এক ঘণ্টা দেরি করে অফিসে এসে যখন শুনি এরই মধ্যে তিন-তিনবার বস আমার খোঁজ করেছেন।
- মায়ের অসুখের কথা বলে অফিস থেকে ছুটি নিয়ে বউকে সঙ্গে করে সিনেমা দেখতে গিয়ে যখন বসের সামনাসামনি পড়ে যাই।
- অফিসের কাজ ফেলে রেখে গোপনে ফেসবুক খুলে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে হঠাৎ মুখ তুলতেই যখন দেখি বস আমার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন।
....// sazzad,london

3 comments: