Set as Homepage

Pages

Friday, January 22, 2010

habijabi

বিনোদন খরায় আছি অনেকদিন। ব্লগেও আজকাল তেমন বিনোদন নাই। কাফিটাও আগের মত ফর্মে নাই। ফেসবুকে একজন জানতে চাইলো আজকের প্রথম আলো নকশাতে সুবন্ধু সমিপেষু কলামটা পড়েছি কিনা। জবাব দিলাম না , বলল পড়তে বিনোদন আছে। পড়ে তারে ধন্যবাদ না জানায়া পারলাম না। সারাদিনের বিনোদন এত পরে পেলাম বলে একটু মন খারাপ ও হলো। প্রথম চিঠিটা দিয়ে দিলাম। বাকিটা লিঙ্ক থেকে পড়ে নিয়েন।

"আমি যখন এইচএসসিতে পড়ি তখন একদিন মজা করে ফুপাতো বোনকে প্রেমের প্রস্তাব দিই। তখন সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। কারণ সে ধনী পরিবারের সন্তান। এরপর থেকে আমি তার পিছু নিই। আমার জেদ ছিল, তার সঙ্গে এক দিনের জন্য হলেও প্রেম করব। মোবাইল ফোনে অনেক কথা বলি, কিন্তু সে রাজি হয়নি বরং আমিই তার প্রতি দুর্বল হয়ে পড়ি। অবশেষে রাগ করে আমার খালাতো বোনকে প্রেমের প্রস্তাব দিই। সে রাজি হয়ে যায় এবং তার সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত কথা বলি। কিন্তু মন থেকে আমি তাকে পছন্দ করি না। এখন আমি আমার পড়াশোনার জন্য তার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে নিয়মিত কথা বলতে চায় এবং আমাকে না পেলে সে আত্মহত্যা করবে বলে জানায়। আমার পক্ষে তাকে গ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। এসব চিন্তাভাবনায় আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এখন আমি কী করব।
রাতুল
ময়মনসিংহ" // Baba //

No comments:

Post a Comment