Set as Homepage

Pages

Friday, February 05, 2010

লন্ডনে বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খানের ফ্রড কাহিনী

আগে একটি অন্য কাহিনী।

বেশ কয়েক বছর আগের ঘটনা। পরিচিত জনের মুখে শুনেছি। দুই বন্ধু মিলে রেস্টুরেন্ট করেছেন ম্যানেচস্টারে। পার্টনারশীপ নিয়ে গন্ডগোল শুরু হয়। এক পার্টনার নাকি চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে। একদিন ক্ষেপা পার্টনারটি অপেক্ষা আছেন,বিশ্বাসঘাতক পার্টনারটি আসলে তাকে ধরবেন। যাই হোক, সেদিন কথা কাটাকাটির পরে, ক্ষেপা পার্টনার বিশ্বাসঘাতকের উপর বড় গামলা ভরা গরম তেল ঢেলে দেন।

মর্মান্তিক বটে, কিন্তু সেটি নাকি ছিলো, বিশ্বাসঘাতক এক দানবের উপর সরলমনা এক মানুষের চরম ক্ষোভের বহিপ্রকাশ। এই গরম তেল ঢালার কারনে ফিরোজ খান নাম বিশ্বাসঘাতক পার্টনারের নাকি শরীরের ছাল চামরার সঙ্গে মন্ডুসহ সোনা পুড়ে গিয়েছিলো।

খবর হলো লন্ডনের বাংলটিভির চেয়ারম্যান ফিরোজ খান এবার ধরা খাইছে ম্যানি লন্ডারিং-কেইছে। পাকি বন্ধুদের সং্গে আতাত কইরা হ্যালিফেক্স ব্যাংক থেকে গ্রাহকদের ডাটা চুরি করে ৮০০ হাজার পাউন্ড মাইরা দিছে। বৃটিশ সরকারের ডাটাএ্যাক্ট বেশ শক্ত। এইটারে ভায়োলেট করছে বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান। আগামী মাসের ৫ তারিখর তারা সাজার মেয়াদ ঘোষনা করা হবে। নিদেনপক্ষে ৫ বছরের জেল তো হইবই। ইউটিউবে গেলে নিউজটি জানতে পারবেন। ব্লগ বন্ধুদের জানানোর জন্য এই ম্যাসেজটি দিয়েছি। এতে কারো যেন গাত্রদাহ শুরু না হয়।
// sourav // london

No comments:

Post a Comment