Set as Homepage

Pages

Friday, February 05, 2010

উটের পিতা, সাহারা এবং জনগনের কাউখালী গীত!

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীগুলো যে একেকটা চীজ!

আল্লাহ জানেন কোথা থেকে যে এদের পয়দা করে দলগুলো!

আওয়ামী লিগের এক মাল (নাসিম) স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় লাঠি নিয়ে কোর্টের বিরুদ্ধে মিছিল করলো, তার নেত্রীত্বে যেতে হাইকোর্টের দরজায় উকিলগুলো লাত্থি মারলো! এই নাসিমের ছেলে ধানমন্ডি থানা হাজতে ঢুকে মারলো তার সাথে গাড়ী পার্কিং নিয়ে ঝগড়া লাগা এক নিরীহ লোককে!
এই আমলেই এসি আকরাম নামের নরপশুটি মায়ের সামনে রুবেল নামের তরুনটি্র মাথা ল্যাম্পপোষ্টে ঠুকে মারলো তাকে!
মতিঝিল থানার হাজতে নিজের জুতার ফিতা দিয়ে ফাস দিতে আত্মহত্যা করলো তুহিন নামের একটি ছেলে! জুতার ফিতা, ভাবতে পারেন? কি উর্বর মস্তিস্ক হলে এমন অজুহাত বানানো যায়!!!

আরেকটাকে বিএনপি বানালো, সে (বাবর) খুনের মামলায় খেলো ঘুষ, আর টিভিতে বলল 'উই আর লুকিং ফর শত্রুস'!

এখন আবার আওয়ামী লীগ আনলো ধরে ঘাটের মড়া (স্বনামধন্য ব্লগার নন) সাহারাকে; এই বাহাত্তুরে বুড়ি, রাতে দেখেনা কিছু, একে দিয়ে ডিল করালো বিডিআর এ।
আর আরেক মালকে বানালো স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী (সোহেল তাজ), এ আবার ইয়াবা খেয়ে চোখ করে লাল, আমেরিকান বউ এর পাছা টেপে সাড়ে সাত মাস ধরে, নিজে দেয় ইস্তাফা, আর সরকার বলে নো ইস্তাফা!

আর কুতুবদের কথা বাদই দিলাম, আলতাফ, মতিন, আর কত খানকির বাচ্চারা। শালার এতো খানকির বাচ্চা যে নামই মনে আসে না চট করে আর!

জনগন হলো আবালচোদা।

উটের পিতা, ঢাকা উনিভার্সিটির সদ্য পুলিশের শেলে নিহত আবু বকরের পরিবারের তো বিচার চাওয়া ইচ্ছেও নেই!
এই অসীম ঘৃণা লালন করি এখন আমরাও!

অনেকদিন আগে এক কবিতা শুনিয়েছিলো নোয়াখালীর এক বন্ধু।
'মোরে কাউখালীত্থে আনছে ফাও
প্যাডে দিছে ছাও
ভাত দেয় না, কাপড় দেয় না
খালি চোদে, আর চোদে,
মুই এই বিচার মানি না!'

বাংলাদেশের জনগনের হলো এই অবস্থা, খালি চোদে আর চোদে, জনগন বলে, তারা এই বিচার মানে না, কিন্তু চোদা আর কমে না!!!

আসেন গান ধরি।

"শুনো মোমিন, মুসলমান
করি আমি নিবেদন
এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না!"
// sourav // london

No comments:

Post a Comment