Set as Homepage

Pages

Friday, February 05, 2010

আর কত বেচবি তোরা শেখ মুজিবরের নাম

একাত্তরের স্বাধীনতা বঙ্গবন্ধুর দান,
ভাষা আন্দোলনে নিতে হবে বঙ্গবন্ধুর নাম।
১৮৫৭ সালের সিপাহী বিপ্লবে ছিল তাঁরই ইশারা,
বঙ্গবন্ধুরে নিয়া তোরা করছিস কী মশকরা?
এরপরে বলবি তোরা পলাশীর আম্রকাননে,
১৭৫৭ সালে যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর কারনে।
বঙ্গবন্ধু দেখলে এসব লজ্জায় হতেন লাল,
চামচার দলকে ডেকে দিতেন ইচ্ছামত গাল।
আর কত বেচবি তোরা শেখ মুজিবরের নাম,
জনগনের কাছে রইল না তাঁর কোনো দাম।
বঙ্গবন্ধু, জান কি? তোমায় নিয়ে হচ্ছে মিথ্যাচার,
তুমি থাকলে একদিন করতে এর বিচার।

No comments:

Post a Comment