Friday, February 05, 2010
ইউ,কের ”A” রেটেড কলেজ প্রসঙ্গে
বাংলাদেশের পত্র পত্রিকা খুললে ইদানিং ''ইউকে'র Tier 4 A rated college'' এর বিজ্ঞাপন চোখে পড়ে। ছাত্ররাও মোটা অংকের টাকা দিয়ে এসব কলেজে আসছে পড়া শুনা করতে। হোম অফিস কর্তৃক প্রদত্ত এই A rating কলেজগুলোড় বড় বিজ্ঞাপনের কাজ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় এসব কলেজের বেশির ভাগের না আছে কোন ভালো অবকাঠামো, না আছে আনুসাংগিক সুযোগ সুবিধা।৪/৫ টি কম্পিউটার আর ২/৩ টি প্রিন্টার নিয়েই এসব কলেজ। প্রতিটি কলেজ নামে মাত্র কয়েকটি বিষয়ে পাঠ দান করে।যেগুলোর বেশি ভাগ থেকে পাশ করলে সার্টিফিকেট তাবিজ বানিয়ে গলায় ঝুলানো ছাড়া অন্য কোন কাজে আসবে না। দেশ থেকে ৫/৭ লাক্ষ টাকা টিউশন ফি দিয়ে আসার পরও কলেজ গুলো ছাত্রদের প্রয়োজনীয় কাগজ না দিয়ে আরো টাকা দাবী করে। টাকা না দিলে হোম অফিসে অভিযোগ করার ভয় দেখায়। কলেজ করে কিছু মানুষ রাতা রাতি আংগুল ফুলে কলা গাছ হচ্ছে। আর spoil হচ্ছে কয়েক হাজার বাংলাদেশি ছাত্রের ভবিষ্যত।সুতরাং বাংলাদেশী ছাত্ররা please সাবধান হোন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment