Set as Homepage

Pages

Sunday, October 24, 2010

Bengali poem

নষ্ট স্বপ্নে ফেরা
ভালবেসে যাকেই ছুতে চেয়েছি
এ যেন ভালবাসা নয়,
নিজের সাথে এক শরীর শরীর মাতাল করা খেলা
একটা পুরুষ এক প্রান্ত থেকে সুখ পায়
আমি শুধু বারবার নষ্ট জলে
ডুব দিয়ে ফিরে আসি।

ভালবেসে যাকেই ছুয়েছি
ঘৃনা ছাড়া কেউ আর যোগ্য ছিল না কিছুর
এক পর্যায়ে উগলে এসেছে
বিতৃষ্ণাময় অনুভূতি যেন বমি
ওরা শুধু আমার
ভালবাসার বাগানটা মারিয়ে দিয়ে যায়
ভেঙ্গে দিয়ে যায়
নীল প্রজাপ্রতির স্বপ্নের শরীর।

জানিনা ভালবাসার সার্থকতা কোথায়
হয়তো ব্যর্থ হয়েছি আমি
ব্যর্থ হয়েছে আমার নীল প্রজাপতি।

No comments:

Post a Comment