সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা দাবি করেছেন তারা এমন আবিস্কার করেছেন যার ফলে আগামি ৫ বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি সম্ভব হবে। খবর এনগ্যাজেট-এর।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, যুক্তরাজ্যের সেন্টার ফর কোয়ান্টাম ফোটোনিক্স এর গবেষকরা কোয়ন্টাম কম্পিউটার তৈরির কাজটি করছেন। কোয়ান্টাম কম্পিউটার তৈরির বিষয়টি অনেক জটিল হবার কারণে এটির আশানুরূপ অগ্রগতি ঘটেনি। ১৯৬৮ সাল থেকে এই বিষয়টি আলোচনায় থাকলেও তেমন সফলতা আসেনি এই ক্ষেত্রে।
সেন্টার ফর কোয়ান্টাম ফোটোনিকস-এর গবেষক জেরেমি ওব্রায়েন জানিয়েছেন, কোয়ান্টাম কম্পিউটার তারা তৈরি করতে পারবেন এই আত্মবিশ্বাস তাদের আছে। আর ৫ বছরের মধ্যেই তা করা সম্ভব।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কোয়ান্টাম কম্পিউটার তৈরির ধাপ হিসেবে তারা ফোটনিক চিপ তৈরি করতে সক্ষম হয়েছেন। আর এই ফোটোনিক চিপটিই কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি। এই চিপটিতে বিদ্যুতের পরিবর্তে আলোর সাহায্যে কাজ করে। ফলে এই কম্পিউটার এমন গতিতে কাজ করবে যা বর্তমানের কম্পিউটিং বিশ্বে অকল্পনীয়।
সংবাদমাধ্যমটির কবরাতে জানা গেছে, কোয়ান্টাম কম্পিউটার তৈরি হলে তথ্যসহ বড় বড় ডেটাবেজ এবং হিসাব করা যাবে বর্তমানের সুপারকম্পিউটারের চেয়েও দ্রুতগতিতে।

No comments:
Post a Comment